স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে তথ্য ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দুই দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি অফিস, উপজেলা প্রতিবন্ধী ও অটিস্টিক সেবা কেন্দ্র , পুলিশ প্রশাসন স্টল সহ বিভিন্ন শ্রেণির স্টল এখানে অংশ গ্রহণ করেন।
প্রতিটি স্টল আগত দর্শনার্থীদের মাঝে তাদের নিজ নিজ তথ্য- উপাত্ত ও প্রযুক্তি উপস্থাপন করে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন সোমবার বিকালে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি সঙ্গীয় অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টি আই বি এর ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোনতাজ আলী, বজলুর রশিদ খান চুন্নু, টিআইবির সভাপতি আব্দুল মালেক, অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির, প্রতিবন্ধী ও অটিস্টিক সেবা কেন্দ্রের কর্মকর্তা মোসলেমা, সনাকের ইন্টার্ন রুহুল আমীন রনি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ইয়েস সদস্য, সুধীজন প্রমুখ।
মেলার শেষ দিনে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও গণশুনানির। পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।