নিজস্ব সংবাদদাতাঃ ‘এসো মিলি প্রাণের বন্ধনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খান, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ। এ সময় অনন্যা শিক্ষক, সাবেক শিক্ষক ও ৮ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। পুর্নমিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মেহেনিগার হোসেন তন্ময় এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমি আক্তার পলি।
সকালে বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এড. ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর...