মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, ১৮ টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২ মার্চ সোমবার সকালে এ শপথ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
এরপর শপথ কারীরা শপথনামায় স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোঃ নুরুল আমিন মিঞা’সহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর বিজয়ী হন।
এছাড়াও ১৮ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরগণ এবং ৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।