ক্রীড়া প্রতিবেদকঃ ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য টাঙ্গাইল জেলা দল ঘোষনা করা হয়েছে। আজ(২৪ অক্টোরর) বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে এই দল ঘোষনা ও জার্সি প্রদান করেন টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মোঃ আরাফাত রহমান। ১৫ সদস্যের টাঙ্গাইল জেলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রাফসান জানি। সহ-অধিনায়ক হয়েছেন আদনান হোসেন। দলে উইকেট কিপার হিসেবে আছেন রণি সিকদার। দলের অন্যন্য সদস্যরা হচ্ছেন, তাসিন মাহতাব, রিয়েল হোসেন, সজল খান, মোঃ সোহাগ, সাকিব খান,রাকিবুল হাসান, রেজুয়ান সাকিব শুভ, সুমন মিঞা, হোসেন মিঞা, রামি আল বারী রিয়ন, নাবিল হোসেন ও সোহান খান।
আগামী ২৬ অক্টোবর টাঙ্গাইল জেলা গোপাল গঞ্জ জেলা স্টেডিয়ামে তাদের গ্রুপের পর্বের প্রথম ম্যাচে রাজবাড়ী জেলা দলের মুখোমূখি হবে। আগামী ২৮ অক্টোবর গাজীপুর জেলা দলের সাথে এবং ৩১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরসিংদী জেলা মুখোমুখি হবে টাঙ্গাইল জেলা দল।
উল্লেখ্য, ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জোনাল ক্রিকেট প্রতিয়োগিতার সেন্টাল জোনে মোট ৪ টি ভেন্যুতে তিনটি বিভাগের ১৭ টি জেলা অংশ গ্রহন করছে। ভেন্যু গুলো হচ্ছে, টাঙ্গাইল, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম। আগামী ৩ ও ৪ নভেম্বর প্রতিযোগিতার সেমিফ্ইানাল এবং ৬ নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।