মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে মো. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক পদে শহীদুর রহমান বিজয়ী হয়েছেন।
সমিতির সাংগঠনিক ১৩টি পদের বিপরীতে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি-সম্পাদক সহ ৭টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক সহ ৬টি পদে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনন্দ মোহন আর্য ওই ফলাফল ঘোষণা করেন।
সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হচ্ছেন, সহ-সভাপতি সরকার কবীর উদ্দিন(জামায়াত), মো. জহুর আজহার খান(বিএনপি), যুগ্ম-সম্পাদক এসএম
পারভেজ শিমুল(বিএনপি), লাইব্রেরি সম্পাদক মো. আজাহারুল ইসলাম(আ’লীগ), ক্রীড়া সম্পাদক মো. ছরোয়ার হোসেন মারুফ(বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আনোয়ার হোসেন সখীপুরী(আ’লীগ) এবং নির্বাহী সদস্য মো. আরিফুর রহমান
খান(বিএনপি), মো. আশরাফ আলী মিয়া বাদল(বিএনপি), মো. আব্দুল জলিল(আ’লীগ), ফাহিমা আক্তার(আ’লীগ), সাইফুল ইসলাম সাইদ(বিএনপি) ও সুব্রত সাহা(আ’লীগ)