নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেলে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ সহ ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে ওই সময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা প্রমুখ।
এ সময় শিক্ষক নেতারা তাদের পরবর্তী কর্মসূচী ঘোষনা করেন। তারা আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় জেলা সদরে মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন। ২৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...