মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আরো ২৩৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৫২৬ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৫ জন।সদর ১২৬, মির্জাপুর ৩০,কালিহাতী ১২,দেলদুয়ার ১২,ঘাটাইল ১২,গোপালপুর ১২, সখিপুর ১০,মধুপুর ৭, বাসাইল ৬,ভূয়াপুর ৩, ধনবাড়ি ৩,নাগরপুরে ২ জন
জেলায় শনাক্তের হার শতকরা ৪৪ দশমিক ৬৭ ভাগ। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা রোগী ৮১৯৯ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছেন ১১৮ জন। আজকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৫০৮ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ৭ জন আর জেনারেল বেডে ৩৪ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫৪ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৪৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৭৩০ জন।