আলোকিত বাংলা ডেস্ক: টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) বিকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ছানোয়ার হোসেন (এমপি),পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর,জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক-শরিফ হাজারী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা,ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজিব সহ জেলা আ.লীগ,মহিলা আ.লীগ,সেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে-১৮ জুলাই যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে নেতাকর্মীরা দু:খ প্রকাশ করেন। এবং সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের সজাক এবং দলের লোকজনকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে বলা হয় ।
সঞ্চালনায় ছিলেন-স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরন করা হয়।
বি:দ্র:জাতিব পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন,সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। বিভিন্ন সময়ে সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি।