টাঙ্গাইলে সিনিয়র আইনজীবি মুক্তিযোদ্ধা মিয়া মো. হাসান আলী রেজার হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।আজ সোমবার সকালে আদালত চত্ত্বরে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতি এ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিশির, সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শামস্ উদ্দিন প্রমুখ। এসময় বার সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমােেবশ থেকে হত্যাকারিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা হাসান আলী রেজা শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার ছেলে মো. লিটু এসে উদ্ধার হওয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। ্এর আগে গত ১১ই জুলাই টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতি ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচী পালনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।
গত সোমবার (৮ জুলাই) হাসান আলী রেজা (৭৬) টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা পান করার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ওই এলাকার একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোট পরিহিত এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে তিনি যাচ্ছেন। নিখোঁজ হওয়ার ব্যাপারে মঙ্গলবার (৯ জুলাই) টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মিঞা মোহাম্মদ হাসান আলী ১৯৪৩ সালের ১৭ই মার্চ ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মৃত আব্দুর রশীদ মিয়া। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত হন, তিনি জহুরুল হক শাখার ভিপি ছিলেন ও ঘাটাইল থেকে এরশাদ সরকারের আমলে তিনি জাসদ থেকে এম.পি নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনীর আন্ডারে যুদ্ধ করে দেশের জন্য অসামান্য ভূমিকা রাখেন। তিনি ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ.খ.ম. রেজউল করিমের বড় ভাই।
প্রতিবেদকঃ মোঃ আরমান কবীর সৈকত