নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবছরেও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩ জুন সোমবার টাঙ্গাইল শহরের কালীপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গনে বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গলময় ঊষাকীর্তন, বাল্যভোগ, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও বাবার জীবন বৃত্তান্ত পাঠ, রাজ ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান,আরতি ও নাম সংকর্তীন। সকালে পূজার্চ্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের সূচনা করা হয়। এসময় বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গন সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয়। কালীপুর লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি প্রদীপ কুমার রায় জানান ” প্রতিবছরই আমরা লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করে থাকি। সেই ধারাবাহিকতায় এবছরও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গনে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম হয়। আশা করি আগামীবছরও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলের সহোযোগিতায় এ উৎসব পালন করতে পারবো।
মাদক না ছাড়লে টাঙ্গাইল ছাড়ার হুশিয়ারি নতুন পুলিশ সুপার গোলাম সবুর
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেই গোলাম সবুর পিপিএম (সেবা) মাদকসেবীদের হুশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে যোগদান করে পুলিশ সুপার গোলাম সবুর বিকালে...