মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে ২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে মোঃ জীবন সিকদার ওরফে সেলিম সিকদার(৩৮) ও তার স্ত্রী মোছা. সুখ তারা(৩২)। তারা বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানা যায়। র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন এর নেতৃত্বে র্যাব মহাসড়কে আশেকপুর (নগর জালফৈ) বাইপাসে অভিযান চালায়। অভিযানে স্থানীয় ভাই ভাই হোটেল অ্যান্ড ইত্যাদি স্টোরের সামনে থেকে উল্লেখিত স্বামী-স্ত্রীকে ৭০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে র্যাব জানায়। র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানায়, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মামলা রুজু করে আসামীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...