মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
তথ্য প্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইল মাঠ পর্যায়ে ‘কলসেন্টার ৩৩৩’ এর প্রচারণার জন্য প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং জানানো হয়, এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৬১২টি কল এসেছে। তবে সার্ভারগুলো ধারণ ক্ষমতা কম থাকার কারণে আরো কল আসতে পারতো। বর্তমানে সার্ভারগুলো আরো আধুনিক করা হয়েছে। প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩-তে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগসহ
বিভিন্ন সম্পর্কিত তথ্য জানতে পারবেন। এছাড়া ‘৩৩৩’ এ এসএমএস, পুস-পুল এসএমএস ও ইউএসএসডি প্লার্টফর্মের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাইকরণ সেবা চালু রয়েছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/ অধিদফতরের নাগরিক সেবার তথ্য প্রদান ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কার্যক্রম ‘৩৩৩’ এর মাধ্যমে বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান রয়েছে।