নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও চশমা বিতরণ করা হয়েছ। টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ওই হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫( সদর) আসনের সাংসদ মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান আনসারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক শিক্ষকনেতৃবৃন্দ ও অভিভাবকগণসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মোমেন মিয়া।