নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজাবাড়ী মহেষপুর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত জিন্নত আলী বেপারীর ছেলে বিল্লাল হোসেন (৩০), ঘাটাইল উপজেলার পুকুরিয়া বৈলতৈল গ্রামের মৃত খ. গোলাম সারোয়ারের ছেলে খ. হাসান সারোয়ার মিলন (৪৪)।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বৃহস্পতিবার (২২ আগস্ট) স্থানীয় কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান।
জানা যায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এস আই নুরুজ্জামান, এস আই হাবিব আল নোমান সহ একদল গোয়েন্দা পুলিশ বুধবার (২১ আগস্ট) এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বিরতিপাড়া থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) এস আই মো. নুরুজ্জামান বাদী হয়ে কালিহাতী থানায় পৃথক মামলা দায়ের করেছেন।