স্টাফ রিপোর্টার : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্বোধনী দিবসের কর্মসূচির মধ্যে ছিল- র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ইত্যাদি। বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি লেকে পোনামাছ অবমুক্ত করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।