নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাটে প্রচলিত বাজার দরের চেয়ে ২৫ থেকে ৩০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৫জন দোকানীকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে ওই ৫জন খুচরা দোকানদারকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন ও ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম সহ অন্যন্য কর্মকতাবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছরীন পারভীন জানান, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫জন দোকানদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...