স্টাফ রিপোর্টার :
সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা। পরে শোক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন,জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনাসভা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
টাঙ্গাইলের নান্দুরিয়া চকবাজারে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) দেলদুয়ারের আটিয়া নান্দুরিয়া চকবাজার আঞ্চলিক বিএনপি...