মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে দৈনিক আমাদের সময় প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ৩১ মার্চ বুধবার দৈনিক আমাদের সময় পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক তুহিন ও এনটিভির স্টাফ রিপোটার মহব্বত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো.আবু জুবায়ের উজ্জ্বল। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে মিডিয়া। দৈনিক আমাদের সময় প্রত্রিকা বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখবে বলে মনে করেন অতিথিরা। আলোচনা শেষে অতিথিগণ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...