স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে দাওরা হাদীস (মাষ্টাস’দের) সমাপনী সংবর্ধনা দেয়া ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান মেহমান ছিলেন,মাওলানা মাফজুল হক সভাপতি বেফাক বোর্ড বাংলাদেশ, বিষেশ মেহমান-মুফতী আশরাফুজ্জামান মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আজিজিয়া’র(ঢাকা) ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শামছুজ্জামান, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মুফতী শামছুল আলম, মাওলানা ফজলুল করিম, শামছুল ইসলাম, আরিফুল হক, রজব আলী প্রমুখ।
এছাড়া,বাংলাদেশ ইসলামি আন্দলনের জেলা সেক্রেটারি ও নাগরপুর -দেলদুয়ার উপজেলার এমপি প্রত্যাশিত প্রার্থী মো: আখিঁনুর মিয়া।অনুষ্ঠানের আহবায়ক ছিলেন-আব্দুল হক ফয়সাল,মুফতী সাইফুল ইসলাম,মুফতী সা’দ রহমান।
শেষে ৪০০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তরুণ ওলামা কল্যাণ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।