আরমান কবীর : অবশেষে ঘাটাইলে ২৪ ঘন্টার মধ্যেই ত্রান পেলেন সেই বুভুক্ষ রাস্তা অবরোধকারীরা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এই সহায়তা পেয়েছেন তারা।
জানা যায়, সকাল থেকেই সরকারী ত্রান তহবিল থেকে অগ্রাধিকার ভিত্তিতে জিআর প্রকল্পের আওতায় বিক্ষুব্ধ এই দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে, জন প্রতি দশ কেজি চাল ও এক কেজি করে আলু বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, মূলত সরকারি নির্দেশ মতোই আমরা অগ্রাধিকার ভিত্তিতে আজ এই খাদ্য সহায়তা প্রদান করছি।পর্যায়ক্রমে সকলেই এই সহায়তা পাবেন।
বিক্ষোভের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই খাদ্য সহায়তা প্রদান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, গতকাল ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষজন ত্রানের দাবীতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে পোড়াবাড়ি নামক স্থানে মহাসড়কে অবরোধ করে দেড় ঘন্টা বিক্ষোভ করেন।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...