মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে দৃষ্টিনন্দন এসপি পার্ক সংলগ্ন পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে জেলা পুলিশ লাইন্স মাঠে ১৬ নভেম্বর বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর কাগজ পত্র যাচাই করণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপার বলেন শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে এবং অন্য কোন মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না। তিনি টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...