মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ আগস্ট সোমবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ১৫’শত পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন সহ ২ ব্যক্তিকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতরা দেলদুয়ার উপজেলার দেওজান গ্রামের মৃত মহির উদ্দিন’র ছেলে আজগর আলী (৩২) ও মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেলদুয়ার ও টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) এর এস আই নুরুজ্জামানের নেতৃত্বে একটি দল দেলদুয়ার উপজেলার দেওজানা গ্রামে সোমবার ভোরে অভিযান চালায়। এসময় ওই গ্রামের আজগর আলীকে ১৫’শত পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করেন। অপরদিকে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) এর অপর একটি দল টাঙ্গাইল পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইন সহ রাজু মিয়াকে আটক করে।