স্টাফ রিপোর্টার:কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবিসহ ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টায় প্রথমে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে হেলিপ্যাড চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী হত্যাকারীদের বিচারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে তারা ৯ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ শেষ করে। বিকেল পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহর জুড়ে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরত্বপূর্ণ এলাকায় দায়িত্বপালন করছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে চলমান আন্দোলনে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ১১টি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবাই বিএনপি ও জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন পুলিশ।
স্টাফ রিপোর্টার:কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবিসহ ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টায় প্রথমে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে হেলিপ্যাড চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী হত্যাকারীদের বিচারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে তারা ৯ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ শেষ করে। বিকেল পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহর জুড়ে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরত্বপূর্ণ এলাকায় দায়িত্বপালন করছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে চলমান আন্দোলনে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ১১টি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবাই বিএনপি ও জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন পুলিশ।