মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জন ও করোনার উপসর্গে ১ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় ৯৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২৮ দশমিক ৪৩ ভাগ। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১১,১৮৬ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫,৮৪৩ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯০৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৭১৭ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।