মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে এলইডি বিলবোর্ডের শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন রাস্তার পাশে ৭ মার্চ সোমবার সকালে এই বিলবোর্ড স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ’ সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যগণ। এই বিলবোর্ড স্থাপনের ফলে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পথচারী’সহ সাধারণ জনগণ দেখা ও শোনার সুযোগ পেয়েছে।
পরিবেশ ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ
স্টাফ রিপোর্টার : দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ...