নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কে এম আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু। এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...