নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুর থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী। এসময় ৩ অপহরণকারীকে আটক করেছে র্যাব। রবিবার (২৫ আগস্ট) রাতে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে আটক করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান জানান, রবিবার সকালে মির্জাপুর থেকে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ পাই। সেই সাথে অপহরনকারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেছে বলে জানান অপহৃত ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাত আটটার দিকে উপজেলার গোড়াই গন্ধর্ব্যপাড়া এবতাদায়ে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন গন্ধর্ব্য উত্তর পাড়া গ্রামের মুসলেম উদ্দিন এর তিন তলা বাড়ীর তৃতীয় তলার ভাড়াটিয়া লিটন মিয়ার ঘর থেকে অপহৃত কলেজ ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় অপহরণের সাথে জড়িত সন্দেহে উপজেলার গন্ধর্ব্য পাড়ার মোঃ রহিছ উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (১৯), একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ সিয়াম মিয়া (১৮), সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পিপল বাড়ীয়া গ্রামের লিটন মিয়ার ছেলে মোঃ আশিককে (১৬) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, অপহৃত কলেজছাত্রীটিকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...