ভূঞাপুর সংবাদদাতা : ভূঞাপুর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক ও গুজব প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১২নভেম্বর) বিকেলে ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক, ও গুজব প্রতিরোধে শিক্ষক, স্কাউট ও সাংবাদিকদের সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ইসলামী ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও গুজব রোধে জনগণকে সোচ্চার হতে হবে।তারা আরো বলেন, এসব রোধ করতে পারলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে। মাদক শুধু একজন মানুষকে নয় একটা পরিবারকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়।
তারা সাম্প্রতিক গুজব ও গণপিটুনি প্রসঙ্গে বলেন, গুজবে কান দিবেন না। গুজব ছড়াবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। বাল্যবিবাহ প্রতিরোধ করুন ।