মোঃমশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তারা টাঙ্গাইলের পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক সরকার ফারহানা আখতার (সুমি), সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাইদুল হক, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, নাগরপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক বাবু প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মটরা গ্রামে এক গ্রাম্য সালিশের কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক বীরমুক্তিযোদ্ধা লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে