মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওই এলাকার মোঃ সাগর মিয়া (২৫) ও একই এলাকার মোঃ জাকির হোসেন রিপন (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রাইজ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকশ দল টেংগুরিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।