মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর দশ টাকা কেজির ৭৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মধ্যপাড়া এলাকার লাল মিয়ার বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক বলেন, দুইজন ব্যক্তি দশ কেজি দরের ৩০ কেজি বস্তার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ক্রয় করে লাল মিয়ার বাড়িতে মজুদ করে রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন।
তিনি আরো বলেন, এর আগেও গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্য পাড়ায় চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা চাল জব্দ করা হয়েছে।