মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন ও উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড’র সভাপতি আলাউদ্দিন প্রমূখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী।
এসময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন, ইরা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সদস্য এম এ মোতালেব।