আলোকিত বাংলা ডেস্ক : টঙ্গী ময়দানে নিরিহ মুসুল্লিদের হত্যার সুষ্ঠু তদন্ত,খুনিদের সর্বোচ্চ শাস্তি প্রদান,সাদপন্থীদের সকল প্রকার কার্যক্রম বন্ধ ও তাদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকে স্বারকলিপি প্রদান করেছেন। বৃহস্পিবার (১৯ডিসেম্বর)দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি টাঙ্গাইল জেলার তরুণ ওলামায়ে কেরাম সংগঠনটি এ আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থী উগ্রবাদী সন্ত্রাসীদের এহেন কার্যক্রমের কারণে সারা বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন, উৎকন্ঠিত এবং ক্ষোভের মধ্যদিয়ে যাচ্ছে। আমাদের প্রাণের শহর টাঙ্গাইল ও এর বাহিরে নয়। এদের তালিকা করে বিচারের আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলার তরুণ ওলামায়ে কেরাম সংগঠনের আহবায়ক-মুফতি সালাহুদ্দীন, হাফেজ-রেজাউল করিম রাজু, মৌলুবি-আব্দুল্লা আল মামুন, মুফতি-আবু বক্কর, মুফতি-মুকাব্বির, মুফতি-সাদ রহমান, মুফতি-সাইফুল ইসলাম,হাফেজ-হাবিবুল্লা প্রমুখ।
এছাড়া পরিচালনার দায়িত্বে ছিলেন-মুফতি. সাদ্দাম হোসেন।