নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আর সম্প্রতি সব পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘যৌক্তিক কারণেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে।’ এ সময়, তিনি সকলকে তা মেনে নেয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আগেও বলেছি, তিনি প্যারোলের আবেদন করলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তা বিবেচনা করবে। তবে, প্যারোল চাওয়ার যে গ্রাউন্ড সেটি খালেদা জিয়ার আছে কি না তা বিবেচনা করা হবে।’