আরমান কবীরঃ টাঙ্গাইলের কালিহাতীতে সৎ মাকে পিটিয়ে আহত করে জমি দখলের চেষ্টার অভিযোগে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার(৬ মে) বিকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, পারিবারিক বিরোধের জেরে বাড়ির জমি দখল করার চেষ্টায় ব্যর্থ হয়ে বয়োবৃদ্ধ সৎ মা সুলতানা বেগমকে পিটিয়ে আহত করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকী। এ সময় তারা সৎমায়ের রোপনকৃত গাছ-গাছরা ভেঙে ফেলে। আহত সৎ মাকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় শফি কামাল সিদ্দিকী সোহেল, সুমন সিদ্দিকী, আয়োব আলী, নারগিস সিদ্দিকী, বিথী সিদ্দিকীকে অভিযুক্ত করে আহত সুলতানা বেগম থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে।