টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এবং নতুন এ দুইজনেই ঢাকা ফেরত।
এদের মধ্যে একজন উপজেলার এলেঙ্গা পৌরসভার ফুলতলা গ্রামের আমিনুল সিকদার (৪৭) এবং অপরজন উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের মহসীন (২৮)।
আক্রান্ত ওই দুই ব্যক্তির বাড়ি সহ মোট ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।
পরে শুক্রবার সকালে আক্রান্ত ওই দুই ব্যক্তির বাড়ি সহ মোট ১০টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।
তারা আপাতত হোম আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।