নিউজ ডেস্কঃ :টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর(৩৪) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের ফাঁড়ি ইন-চার্জ মোঃ ইমদাদুল হক ঘটনাটি নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই নারী ট্রেন লাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
টাঙ্গাইলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌর এলাকায় দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বারাকা সামাজিক সংগঠন। শনিবার (৪জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া,মির্জা...