স্টাফ রিপোর্টার: এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের ১৮ এপ্রিল ২য় মিলনমেলা/ ঈদ পুনমিলনী উপলক্ষে রেজিষ্ট্রেনের বুথের শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) রাত ৯ টায় টাঙ্গাইল বড়কালিবাড়ী গ্রীনভীলেজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময় এস্এসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের উদ্যোগে ঐতিহ্যবাহি মহেড়া জমিদার বাড়ীতে এ মিলনমেলা হবে। এ অনুষ্ঠানের রেজি: শুরু ২০ ফেব্রুয়ারি এবং শেষ সময় ৬ এপ্রিল।
রিজিষ্টেুশন নির্ধারন করা হয়েছে বাসভাড়া ও এন্ট্রি ফি সহ বন্ধু/বান্ধবী ১৫৯৬ টাকা । বন্ধুর স্বামী/বউ/ড্রাইভার ৮০০ টাকা। বন্ধুর ছেলে/মেয়ে ৭০০ টাকা ৫ বছরের উপরে । ৫ বছর নিচে বাচ্চাদের ফ্রি।
এ সময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের গ্রুপ ক্রিয়েটর ও এডমিন মো.শামীম আল মামুন, টাঙ্গাইল জেলা ৯৬ গ্রুপ ক্রিয়েটর কামরুজ্জামান মুকুল ।
অন্যন্য বন্ধুর মধ্যে আরও উপস্থিত ছিলেন এডমিন মানিক ভৌমিক, মো. জনি,জাকারিয়া মনি,মনোয়ার হোসেন ,শাহজালাল আকন্দ,শামীম খান,পলাশ চৌধুরী ,লিমন খান, সাংবাদিক মাগিউদ্দিন সুমন,টুটল এবংআরিফ হোসেন প্রমুখ।
১৮ এপিল মিলনমেলা অনুষ্ঠানে আয়োজনে থাকবে সারা বাংলাদেশের বন্ধুদের যারা গত হয়েছে তাদের স্মরন করে ১ মিনিট নীরবতা পালন করা। আকর্ষনীয় রেফেল ড্র , মেয়ে বন্ধুদের বালিশ খেলা , ছেলে বন্ধুদের হাড়ি ভাঙ্গা। যে সকল বন্ধরা রেজি: করে ১ম,২য় ও ৩য় হবে তাদের জন্য থাকবে আকর্ষনীয় পুরুষ্কার ,আরও খাকবে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান আমাদের বন্ধুদের গান ও ডুয়েট নাচ । বাকী তথ্য অনুষ্ঠান সুচীর মাধ্যমে জানানো হবে।