কালিহাতী সংবাদদাতাঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিন দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।আজ সোমবার দুপুরে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে মুদি এবং ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, মাহে রমজান উপলক্ষে আমরা অভিযান পরিচালনা করি। মুদি দোকানে মুল্য তালিকা না থাকায় ও ফলের দোকানে মানসম্মত ফল না থাকায় দোকান মালিক মো. নুরুল ইসলাম, তোফাজ্জল মিয়া, আফসার মিয়াকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদের আর্থিক জরিমান করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...