আরমান কবীরঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা পাথরাইল বাজারে স্বনামখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি’র ব্যাংকিং বুথ(শাখা) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ফিতা কেটে বুথের উদ্বোধন করেন।
এ উপলক্ষে পাথরাইল বাজারের আলীম প্লাজায় আইএফআইসি ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, রূপালী ব্যাংক লিমিটেডের পাথরাইল শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, আলীম প্লাজার স্বত্ত্বাধিকারী মো. আলীম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইএফআইসি ব্যাংকের পাথরাইল ব্যাংকিং বুথের ইনচার্জ মো. মোর্শেদুল আলম তালুকদার।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...