নিউজ ডেস্ক:দেশের ৪১তম বিসিএস পরিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে টাঙ্গাইল সদর উপজেলার অন্তত ১২ জন মেধাবী শিক্ষার্থী উত্তির্ন হয়েছে। এটি নিঃসন্দেহে টাঙ্গাইল সদর তথা জেলাবাসীর জন্যে আনন্দের বিষয়।
রোববার সকালে এসব মেধাবী শিক্ষার্ীদের সাথে টাঙ্গাইল – ০৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেনের সাথে তুনমুল ভবনে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় সংসদ সদস্য বিসিএস ক্যাডারে উত্তির্ন মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। একইসাথে মেধাবীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।