টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার ১নং দেউলি ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসেন জাহাঙ্গীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গনসংযোগ করেছেন। বুধবার সকালে স্থলবর্ষা গ্রাম থেকে এ গনসংযোগ শুরু করেন। পরে প্রায় শতাধিক মোটর সাইকেল নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ১৮টি ওয়ার্ড প্রদক্ষিন করে এই শোভাযাত্রা।
ইমরান হোসেন জাহাঙ্গীর ১৯৭৪ সালে ২৩ ফেব্রুয়ারি স্থলবর্ষা গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি স্থলবর্ষা গ্রামের মৃত.বছির উদ্দিনের ছেলে। আট ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ।
তিনি ১৯৯২ সালে ,এম এ করিম বহুমূখী উচ্চ বিদ্যালয় ,ছিলিমপুর থেকে এস এস সি পাস করেন ।, ১৯৯৫ সালে সৈয়দ মহব্বত আলী আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচ এস সি ,এবং জিবিজি বিশ^দ্যালয় কলেজ ,ঘাটাইল থেকে বিএসসি করেন।
ব্যক্তিগত জীবনে ২০০৩ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী শাহনাজ বেগম।এবং বর্তমানে এক কন্যার জনক তিনি। তিনি পেশায় একজন ব্যবসায়ী ।
পাছদেউলি,আগদেউলি,বশুখিরায়,ইলামপাশা,কড়াইল,স্থলবড়টিয়া,চকতৈল,বেথবাইল,মাইঠাইন,টেওরিয়া,বেড়ীকেংবাইল,বাবুপুর,বেংরাইল,আত্তবর,ঝুনকাই,আলালপুর,ব্রাহ্মন খোলা এ ১৮ টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়ন পরিষদ । এ ইউনিয়নে ভোটার সংখ্যা পুরুষ ও মহিলা মিলে প্রায় ১৪,হাজার।
তিনি সামাজিক উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকান্ডে ব্যস্ত রয়েছেন । নিজের ব্যক্তিগত খরচে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষামূলক ও অসহায় মানুষদেরকে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন ।
ব্যক্তিগত জীবনে তিনি সবার কাছে সাদা মনের একজন মানুষ হিসেবে পরিচিত এবং অতি সাধারণ জীবন যাপন করেন , এলাকার ধনী গরীব সকল স্তরের মানুষের সাথে রয়েছে অত্যন্ত মধূর সর্ম্পক । নিষ্ঠাবান ,সৎব্যক্তি এবং সফল ব্যবসায়ী হিসেবে ইউনিয়ন জুড়ে জাহাঙ্গীরের ভাল পরিচিত রয়েছে ।
আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জাহাঙ্গীর বলেন , এলাকার সর্বস্তরের জনগন আামাকে কাছে পায় , আমিও তাদের ডাকে ছুটে যাই ,এলাকাবাসীর আমার উপর অগাধ আস্থা , তাদের অনুরোধেই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি । এলকাবাসি আমাকে যে ভালবাসা দিয়ে আসছে সেই বলেই আমি বলতে পারি আগামী ইউনিয়ন পরিষদে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব । চেয়্যারম্যান নির্বাচিত হয়ে আমি সর্বস্তরের জনগন সাথে নিয়ে ১ নং দেউলী ইউনিয়ন পরিষদকে সন্ত্রাস ,চাঁদাবাজ মাদক মুক্ত ও আদর্শ একটি ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে আমার লক্ষ্য ।