টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই
(নিসচা)’র ১ জানুয়ারি ২০২১ হতে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন
২০১৮ এর পূর্ন বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন ।
১(নভেম্বর) রবিবার সকাল ১১.০০ টায় নিসচা’র জেলা কমিটির আয়োজনে সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয় ।
‘পথ যেন শান্তির , মৃত্যুর নয় ’ এ স্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক
চাই (নিসচা)’র জন্ম ১৯৯৩ সালের ২২ অক্টোবর । নিরাপদ সড়ক চাই (নিসচা)’র
কেন্দ্রের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক
দিবস রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য সরকারের কাছে ঘোষনার দাবি জানায় ,যেন
জনগনের মাাঝে সচেতনা তৈরি হয়।এজন্য ২০১৭ সাল থেকে প্রতিবছর ২২
অক্টোবর রাষ্ট্রীয় ভাবে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)’র জেলা শাখার –
সহ-সভাপতি আজাদ খোশনবীশ , সহ-সভাপতি ফিরোজ আলম বাচ্চু ,সাধারন
সম্পাদক আবদুল্লাহ হেল ঝান্ডা চাকলাদার, প্রকাশনা সম্পাদক ড.ফারহানা
ইয়াসমিন, সাপ্তাহিক কালের স্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি
শামসুজ্জামান, এডভোকেট আল জহির প্রমুখ।
দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে
স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও...