আরমান কবীর: সরকার ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি দিলেও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার (১৪ মে) থেকে টাঙ্গাইল জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।]
বুধবার (১৩ মে) সন্ধায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণ তথা সার্বিক টাঙ্গাইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১৪ মে) হতে সকল ধরণের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হলো। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এদিকে দোকান বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টাঙ্গাইলের অধিকাংশ মানুষ। তবে বিপাকে পড়েছেন দোকান মালিকরা। আগের পণ্যের সঙ্গে নতুন করে তারা অনেক মাল দোকানে তুলেছেন । দোকান বন্ধের ঘোষণায় তারা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন অনেক দোকান মালিক।