মোঃ মশিউর রহমান , টাঙ্গাইল প্রতিনিধি ঃ
অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ১০ বছরের শিক্ষা জীবনে এই কৃতি ছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১ টি জাতীয় পদক অর্জন করেছে। জেলা শহরে থেকে যা অত্যন্ত কঠিন ও বিরল ঘটনা। এছাড়া নৈঋতা পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ অসংখ্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে। ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ধারাবাহিকভাবে রোলনং এক।
সারা দেশে টাঙ্গাইলবাসীর মুখ উজ্জ্বল করায় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং টাঙ্গাইলের সুযোগ্য পুলিশ সুপার বাবু সঞ্জিত কুমার রায় এই বিষ্ময়কর শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।এ সময় পুলিশ সুপার আরো বলেন আমিও গর্বিত। শিক্ষার্থীর আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বড় হও মানুষ হও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করো।