নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্্রু ইউনিটি (সেতু)’র বুনিয়াদি কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমদ। সেতু’র কার্যনির্বাহী পরিষদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেতু নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।