নাগরপুর প্রতিনিধিঃ বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তীর মাতা ইন্দ্রিরা চক্রবর্তী (৯৭) শনিবার (০৪ জানুয়ারী) বেলা ১১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নাগরপুর সদর (চৌধুরীবাড়ী) নিজ বাসভবনে পরলোক গমন করেন।
সন্ধ্যায় মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও তার মৃত্যুতে উপজেলা বিএনপিরসহ এর সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।
টাঙ্গাইল রড ও রাজমিস্ত্রি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রি শ্রমিক অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সদ্য মৃত্যুবরণ করা সংগঠনের উপদেষ্টা মজনু মিয়ার দোয়া মাহফিলে খিচুরি দেয়া নেয়াকে কেন্দ্র...