নিউজ ডেস্কঃসাকিবের দলবদল নিয়ম বহির্ভূত। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের রংপুরে যোগ দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কমিটির সদস্য মাহবুব আনাম।
রোববার বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুসসহ গভর্নিং কাউন্সিলের সদস্যরা।