সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ৩২ টি মামলার পলাতক আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে সখীপুর থানার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে ঢাকার
মানিকদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আড়াইপাড়া গ্রামের আবদুল কদ্দুস ওরফে গফুর মিয়ার ছেলে।
জানা যায়, রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের ৩২ টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচ মামলায় তিন বছর করে সাজা ও নয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সে দীর্ঘদিন এসডিএস-এর নির্বাহী পরিচালক ছিলেন বলে পুলিশ জানায়। একইদিনে রফিকুলের ভাগ্নে চেক
জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলামকেও পুলিশ গ্রেপ্তার করে। সে কচুয়া গ্রামের সুলতানের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রফিক ও তার ভাগ্নে জাহিদকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...