সখীপুর সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুরে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগে কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার বিকেলে ওই সড়কে চলাচলকারী স্থানীয় জনসাধারণ সংস্কার কাজ বন্ধ করে দেন। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার কচুয়া থেকে আড়াইপাড়া বাজার পর্যন্ত ২ কিলো ৯০০ মিটার সড়কের সংস্কার কাজ পায় মেসার্স রহমান কনস্ট্রকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কচুয়া বাজার থেকে ৩২০ মিটার ইটের সলিং (এইচবিবি) ও বাকি ২৫৮০ মিটার কার্পেটিংয়ের কাজ শুরু হয়। সোমবার ওই সড়কে কাজ করার জন্য নিম্নমানের দুই ট্রাক ইট আনা হয়। ওই ইট দিয়ে কাজ শুরু হওয়ার খবরে কচুয়া বাজার বণিক সমিতি ও স্থানীয়রা সংস্কার কাজ বন্ধ করে দেন। পরে এলজিইডি’র প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট দিয়ে কাজ করার সত্যতা পান।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইলে হাত বদলে বেড়েছে দ্বিগুণ অবৈধ বালুঘাট-এলাকাবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : যমুনার তীর ঘেঁষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রীয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায়ায়...